পিএনএস ডেস্ক: উপজেলার মাধ্যমিক পর্যায়ের হাডুডু (কাবাডি) খেলাকে কেন্দ্র করে দুপক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছে। খেলাটি ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বর মাঠে মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হচ্ছিল।
এ সময় একজন ছাত্র অপর ছাত্রকে খেলা নিয়ে কথা কাটাকাটির জেরে ঘুসি মারলে ঈশ্বরদীর ভাড়ইমারী রিয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয় ও সাঁড়া ঝাউদিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
একটি পক্ষ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আশ্রয় নিলে অপর পক্ষ গ্রিল বেয়ে দোতালায় উঠে ভাঙচুর চালায়। এ সময় পুলিশ এসে বাঁশি বাজিয়ে ও ধাওয়া করে ছাত্রদের ছত্রভঙ্গ করে দেয়।
সংঘর্ষে ছাত্রদের ওপর হামলার অভিযোগে জনৈক শিশির (১৭) নামে একজনকে পুলিশ আটক করেছে। তার বাড়ি উপজেলার দাশুড়িয়া বলে জানা গেছে।
আহত হয় ঈশ্বরদীর জগন্নাথপুর মধ্যপাড়া গ্রামের সালাম সরদারের ছেলে মো সালমান (১৭)। তার জখম মাথায় ২টা হাতের আঙুলে ১টা সেলাই দিতে হয়েছে। অপর আহত হলো ভাড়ইমারী দালালপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে নাঈম ইসলাম (১৭)। তার চোখের পাশে একটি সেলাই দিতে হয়েছে। উভয়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম থানায় অভিযোগ গ্রেফতার ও আহতদের ঘটনা নিশ্চিত করেছেন।
পিএনএস/রাশেদুল আলম
দুই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ইউএনও কার্যালয় ভাঙচুর
08-10-2024 11:35PM
