ঢাবির রাজু ভাস্কর্যে হিজাব কাণ্ডে তদন্ত কমিটি গঠন

  23-10-2024 12:11AM

পিএনএস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের নারী প্রতিকৃতির মাথায় কালো হিজাব পরানোর ঘটনা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. রবিউল ইসলামকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সার, ড. মুহাম্মদ রফিকুল ইসলাম, ড. এ কে এম নূর আলম সিদ্দিকী ও ড. শান্টু বড়ুয়া।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০ তারিখ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু চত্বরে নারী ভাস্কর্যের মুখে কালো কাপড় পরানো অবস্থায় দেখা যায়। এ ঘটনা তদন্ত করা হবে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা অনুসন্ধান করবে এই কমিটি।

সন্ত্রাসের বিরুদ্ধে ২৭ বছর আগে তৈরি করা হয় রাজু ভাস্কর্য।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন