২০২৫ সালে ‘শনিবার স্কুল খোলা’ রাখার তথ্যটি গুজব

  07-12-2024 11:57PM

পিএনএস ডেস্ক: ২০২৫ সাল থেকে শনিবারও স্কুল খোলা থাকবে- এমন একটি তথ্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপরই শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে শুরু হয়েছে আলোচনা। এমন তথ্যে ক্ষোভ প্রকাশ করে শিক্ষকরা বলছেন, সাপ্তাহিক ছুটি দুইদিন থাকা জরুরি। সরকারি অফিসে সাপ্তাহিক ছুটি দুইদিন হলে স্কুলেও সেটা থাকতে হবে।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) জানিয়েছে তথ্যটি সঠিক নয়।

শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান বলেন, শনিবার স্কুল খোলা রাখার কোনো সিদ্ধান্ত হয়নি। নতুন সিদ্ধান্ত হলে সংশ্লিষ্টদের জানানো হবে। সবাইকে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানাচ্ছি।

মাউশির মাধ্যমিক বিভাগের সহকারী পরিচালক দুর্গা রানী সিকদার বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। এখনো সেটি বহাল আছে। আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকবে, এমন কোনো সিদ্ধান্তের কথা আমার জানা নেই।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন