পিএনএস ডেস্ক: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) নতুন দুটি বিভাগ চালু হচ্ছে। ইন্টারন্যাশনাল কো-অপারেশন ও কোলাবরেশন (আইসিসি) এবং অডিট নামে বিভাগ দুটি কাজ করবে। এতে কার্যক্রমে গতি বাড়বে বলে আশা করছেন কর্মকর্তারা।
গত ২৯ জানুয়ারি সংস্থাটির ফুল কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার (১ ফেব্রুয়ারি) ইউজিসি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
কমিশন সভায় অংশ নেওয়া একজন সদস্য জানান, ইউজিসির বর্তমান কার্যক্রমে আরও গতিশীল করতে নতুন এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে। এর আগে বিভিন্ন সময়ে নতুন দুটি বিভাগ চালুর বিষয়ে অনানুষ্ঠানিক সিদ্ধান্ত থাকলেও গত বুধবারের ফুল কমিশন বৈঠকে সেটি চূড়ান্ত হয়।
ইউজিসি সূত্র জানায়, বর্তমানে কমিশন ১০টি বিভাগের মাধ্যমে উচ্চশিক্ষা সংক্রান্ত সার্বিক কার্যক্রমের দেখভাল করা হয়। এর মধ্যে প্রশাসন, অর্থ ও হিসাব, আইএমসিটি, পরিকল্পনা ও উন্নয়ন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট, রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশন, এসপিকিউএ, জেনারেল সার্ভিসেস, এস্টেট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগ রয়েছে।
ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. সাইদুর রহমান বলেন, ফুল কমিশন ক্লোজ ডোর মিটিং। আলোচনায় অনেক অ্যাজেন্ডা ছিল। কমিশনের অর্গানোগ্রাম সংক্রান্ত বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সভার রেজ্যুলেশন বের হওয়ার আগে এসব বিষয়ে গণমাধ্যমে কথা বলা সম্ভব নয়।
ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, কমিশন বেশ কিছু সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছে। তার মধ্যে কিছু অনুমোদন দিয়েছে, আবার কয়েকটি সিদ্ধান্তকে বাদও দিয়েছে৷ ফুল কমিশন সভায় সরকার এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সদস্য ও কমিশনের সদস্যরা অংশ নিয়েছেন। তারা খুব বিচক্ষণতার সঙ্গে সব সিদ্ধান্তে মতামত দিয়েছেন। কমিশনের সিদ্ধান্তগুলো অফিসিয়ালি জানানো হবে।
পিএনএস/রাশেদুল আলম
গতি ফেরাতে ইউজিসির আরও দুই বিভাগ চালু
02-02-2025 01:14AM