পিএনএস ডেস্ক: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) অধিভুক্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোরারগঞ্জ, চট্টগ্রামের (সিটেক) ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. সাইফুল ইসলাম (কারিগরি)-কে নোয়াখালীর বেগমগঞ্জের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বদলির প্রতিবাদে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনসহ মূল ফটকে তালা লাগিয়ে দিয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোরারগঞ্জ, চট্টগ্রামের (সিটেক) শিক্ষার্থীরা।
শুক্রবার (২৭ ডিসেম্বর ) বেলা ১১ টায় শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন, একাডেমিক ও আবাসিক এলাকার সংযোগ গেইট ও মূল ফটকে তালা লাগিয়ে দেন এবং প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন। পরবর্তীতে তারা ‘ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ’, ‘সাইফুল স্যারের বদলি আদেশ প্রত্যাহার করতে হবে’, ‘ক্যাম্পাস শাট ডাউন’ ইত্যাদি লিখে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পোস্টারিং করেন।
এসময় তারা বলেন, সিটেক শিক্ষকের বদলি হিসেবে অন্য কোনো শিক্ষককে এই ক্যাম্পাসে প্রবেশ করতে দেয়া হবে না। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচী ঘোষণা দেন তারা।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে সিটেকের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং ১৫ তম ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার আকিব বলেন, আমাদের ১ দফা দাবি হলো সাইফুল স্যারের বদলি আদেশ অতি দ্রুত প্রত্যাহার করতে হবে। যতদিন আমাদের দাবি পূরণ না হবে ততদিন ক্যাম্পাসের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। আমরা সাইফুল স্যারের বদলি হিসেবে কোনো শিক্ষককে এই ক্যাম্পাসে প্রবেশ করতে দিব না। দাবি আদায় না হলে আমরা আরও কঠোর কর্মসূচী ঘোষণা করবো।
সিটেকের ১৪ তম ব্যাচের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সোহান বলেন, সাইফুল স্যার আমাদের ক্যাম্পাস থেকে চলে গেলে আমাদের ক্যাম্পাসে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগে কোনো শিক্ষক থাকবে না। ফলে ক্যাম্পাসের শিক্ষাব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হবে। আমরা চাই সাইফুল স্যার আমাদের ক্যাম্পাসে থাকুক। আমরা যে কোনো মূল্যে সাইফুল স্যারকে আমাদের ক্যাম্পাসে রাখতে চাই।
এর আগে, গত ২৪ ডিসেম্বর রাত ১১ টায় শিক্ষকের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। সেদিন তারা ক্যাম্পাসের মূল প্রশাসনিক ভবন থেকে বিক্ষোভ মিছিল শুরু করে মূল ফটকের সামনে আগুন জ্বালিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচী পালন করেন।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর বস্ত্র অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. সাইফুর রহমান সাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোরারগঞ্জ, চট্টগ্রামের (সিটেক) ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. সাইফুল ইসলাম (কারিগরি)-কে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বেগমগঞ্জ, নোয়াখালীতে বদলির আদেশ দেওয়া হয় এবং বদলিকৃত কর্মস্থলে আগামী ৩০ ডিসেম্বর মধ্যে যোগদান করতে বলা হয়।
এসএস
শিক্ষকের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে উত্তাল সিটেক
27-12-2024 04:46PM