মিয়ানমারের ১০২ নাগরিককে ফেরত পাঠালো মালয়েশিয়া

  10-01-2025 02:17AM

পিএনএস ডেস্ক: মিয়ানমারের ১০২ জন নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। বুধবার (৮ জানুয়ারি) মালয়েশিয়ার পেরাক রাজ্যের অভিবাসন বিভাগ তাদের ফেরত পাঠায়।

রাজ্যের ইমিগ্রেশন পরিচালক, মিওর হেজবুল্লাহ মিওর আবদ মালিক এক বিবৃতিতে জানিয়েছেন, ল্যাংকাপ ইমিগ্রেশন ডিপো থেকে ১ থেকে ৬০ বছর বয়সী ৭১ জন পুরুষ, ২৫ জন নারী এবং ৬ জন শিশুকে কেএলআইএ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে পাঠানো হয়।

নির্বাসিত মিয়ানমারের নাগরিকরা অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন নিয়ন্ত্রণ ১৯৬৩ এর অধীনে বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হয়ে বিচারিক কর্তৃপক্ষের (আদালত) নির্ধারিত জরিমানা এবং কারাদণ্ড শেষে তাদের নিজ দেশে পাঠানো হয় এবং যেন ভবিষ্যতে মালয়েশিয়ায় প্রবেশে করতে না পারে, এসব ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন