পিএনএস ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে চার লাখ মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) বিতরণ করা হয়েছে। প্রক্রিয়াগত জটিলতার কারণে এসব পাসপোর্টের আবেদন দীর্ঘদিন আটকে ছিল। তবে এরই মধ্যে এসব পাসপোর্ট বিতরণ শেষ হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এসব জানানো হয়। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান।
আবুল কালাম আজাদ মজুমদার বলেন, প্রবাসীদের পাসপোর্ট পেতে যেন বিড়ম্বনার শিকার হতে না হয়- সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এছাড়া প্রবাসে কর্মী পাঠাতে যেসব দেশে বর্তমানে রিক্রুটমেন্ট বন্ধ রয়েছে, সেখানে দ্রুত রিক্রুটমেন্ট চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
পিএনএস/রাশেদুল আলম
চার লাখ প্রবাসী পেলেন মেশিন রিডেবল পাসপোর্ট
10-02-2025 12:38AM
![](/static/image/upload/news/2025/02/09/47d03cef263948339e73ed20bc9e3253_PassPort_01.png?w=550&h=350)