আমার মেয়ে শান্ত ছিল, কিন্তু নাতি কেন এত দুষ্টু হলো: বুবলীর মা

  18-05-2023 11:32PM

পিএনএস ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা বুবলীর দাম্পত্য জীবনে চলছে টানাপোড়ন। এ নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। প্রতিটি মা সন্তানের সুখে-দুঃখে উদ্বিগ্ন থাকবেন এটাই স্বাভাবিক। ঠিক তেমনি বুবলীর দুঃসময়ের কথা স্মরণ করে কেঁদেছেন তার মা।

সম্প্রতি ‘স্বপ্নজয়ী মা সম্মান’ অনুষ্ঠানে বুবলীর জন্য কেঁদেছেন তার মা। বুবলীর মা কেঁদে কেঁদে বলেন, বুবলী আগে বেঁচে থাকুক তার পর তার ছেলের যত্ন নেবে। এটাই আমার চাওয়া। একই সঙ্গে ছেলে ও নাতির জন্য সবার কাছে দোয়া চান বুবলীর মা।

বুবলীর প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, বুবলী সবসময় সব কাজের প্রতি দায়িত্বশীল। যখন লেখাপড়ায় ছিল তখনো। সংবাদ উপস্থাপকেও। শুধু তাই নয়, চলচ্চিত্রেও কেয়ারফুলি কাজ করে। আমি বুবলীকে অনুরোধ করব, যেন সে আমার নাতির প্রতি যত্নশীল হয়। এবং সে নিজের প্রতি যেন যত্ন নেয়।

একই অনুষ্ঠানে মায়ের স্মৃতিচারণ করে বুবলী বলেন, মা শব্দটি আমার কাছে আবেগের জায়গা। মা যেমন সন্তানের কথা স্মরণ করে কেঁদে ফেললেন। আমি মায়ের স্মৃতিচারণ করে কোন জায়গায় কোন কথা বলতে পারি না।

তিনি আরও বলেন, ছোটবেলায় আমি শান্ত ছিলাম। তাই আম্মু বলে, আমার মেয়ে অনেক শান্ত ছিল, তা হলে নাতি কি করে এতে দুষ্টু হলো।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন