পিএনএন ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিল্পীদের মধ্যে পক্ষ-বিপক্ষ দুটি দল লক্ষ্য করা যায়। এর মধ্যে বিপক্ষ দলটি ‘আলো আসবেই’ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলে। সম্প্রতি সেই গ্রুপের বেশ কিছু স্ক্রিনশট ভাইরাল হয়েছে, যা নিয়ে সর্বমহলে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে।
এ অবস্থায় নিজের ফেসবুকে একটি স্ক্রিনশট শেয়ার করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান।
ক্যাপশনে অভিনেতা মিলন ভট্টাচার্য্যকে উদ্দেশে তিনি লিখেছেন, আপনাকে ধন্যবাদ দাদা, মানুষের মতো দেখতে, শিল্পী নামের শয়তান বেশধারীদের কাছে আমার মতো ‘এই সময়ের তথাকথিত জনপ্রিয় অভিনেত্রী’ কে চিনিয়েছেন, যে ভুলকে ভুল বলতে জানে, সত্যকে সত্য বলতে জানে।
সাদিয়া আরও লিখেছেন, গ্রুপের নাম দিয়েছেন ‘আলো আসবেই’ তা বেশ ভালো। তবে আপনারা জানেন আপনাদের নিজেদের জীবনে, মস্তিষ্কে সত্যিকারের আলোর যে ভীষণ প্রয়োজন।
সাদিয়ার এমন পোস্টে তার ভক্ত-অনুরাগীরা নানান মন্তব্য করেছেন।
রেজাউল করিম নামে একজন লিখেছেন, আপনি সেরা আপু। আপনার এক্টিভিটি মারাত্মক লেভেলের ছিল।
মোহাম্মদ শহীদুজ্জামান সুমন লিখেছেন, সাদিয়া আয়মান আপু, পুরো বাংলাদেশ আপনার সঙ্গে আছে।
সাহিদ তাসলিম লিখেছেন, ধন্যবাদ বোন তোমাকে। সবসময় ন্যায়ের পক্ষে থেকো, শেষ পর্যন্ত দেখবে তুমিই বাংলাদেশ।
মোহাম্মদ বিপ্লব নামে আরেকজন লিখেছেন, এই যুগের প্রীতিলতা সাদিয়া আয়মান, স্যালুট।
এসএস
মিলনের উদ্দেশে যা লিখলেন সাদিয়া আয়মান
04-09-2024 06:24PM