গ্রুপ থিয়েটার ফেডারেশানের প্রতিবাদ সভায় হামলা

  08-11-2024 08:36PM

পিএনএস ডেস্ক: শিল্পকলা একাডেমির সামনে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিবাদ সভায় হামলায় করেছে দূর্বৃত্তরা। শুক্রবার সভা চলাকালে হঠাৎ দুর্বৃত্তরা এ হামলা চালায়। এতে আক্রান্ত হয় বেশ কয়েকজন নাট্যকর্মী। সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ অনাকাঙ্ক্ষিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নাট্যকর্মীরা। এমন অপ্রত্যাশিত পরিস্থিতিতে আগামীকাল (৯ নভেম্বর) সকাল ১১টায় শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে সংবাদ সন্মেলন আহ্বান করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান।

সম্প্রতি ‘নিত্যপুরাণ’ নাটকের প্রদর্শনী বন্ধের প্রতিবাদে আজকের ওই সমাবেশ আয়োজন করে গ্রুপ থিয়েটার ফেডারেশন। সমাবেশের শেষের দিকে মামুনুর রশীদের বক্তব্যের সময় আক্রমণের ঘটনা ঘটে। ঘটনার পর সমাবেশ মঞ্চ থেকেই প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজীদ।

তিনি বলেন, আমরা সাত দিন সকল সাংস্কৃতিক আয়োজনে কালো ব্যাজ ধারণ করব এবং আগামী ১৫ নভেম্বর সারাদেশের নাট্যকর্মীরা এই ঘটনার প্রতিবাদ কর্মসূচি পালন করব।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন