পিএনএস ডেস্ক: ২০২৩ সালের দুর্গাপূজার সময়ে শেষ হয়েছিল কলকাতার সিনেমা ‘সুকন্যা’র শুটিং। ছবিতে বিরোধী নেত্রী থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে ওঠায় মমতা ব্যানার্জির যাত্রাপথ দেখানো হয়েছে। বিশেষ করে মমতার ‘কন্যাশ্রী’ প্রজেক্টের সফলতার গল্পও উঠে এসেছে।
চলচ্চিত্রটির সম্পাদনা, ডাবিং ও অন্যান্য কাজ শেষ করে গত ৩০ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ৯ আগস্ট ঘটে যায় আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনার মিছিল-মিটিং-পথসভা এবং জুনিয়ার ডাক্তারদের কর্মবিরতি। সেই বিবেচনায় মুক্তি পায়নি চলচ্চিত্রটি।
অবশেষে আজ (২২ নভেম্বর) মুক্তি পেয়েছে এটি। আরজি কর-কাণ্ড নিয়ে যে নাগরিক আন্দোলন তৈরি হয়েছিল, তা প্রায় থিতিয়ে গেছে। ভারতীয় পত্রিকার দাবি, ‘সময়’ বুঝে এখন মুক্তি পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘কন্যাশ্রী’ নিয়ে নির্মিত ছবি ‘সুকন্যা’।
উজ্জ্বল মিত্র পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন এক তৃণমূল নেতা এবং রাজ্যের এক মন্ত্রী। শিল্পীদের মধ্যে রয়েছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, দেবশঙ্কর নাগেরা। কনীনিকা অভিনয় করেছেন মমতার চরিত্রে। রাজ্য পুলিশের ডিজি-র চরিত্রে অভিনয় করেছেন রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সংসদ সদস্য শান্তনু সেন।
প্রযোজক সমীর কলকাতার গণমাধ্যমকে বলেন, ‘বাণিজ্যিক কারণে সেই সময়ে ছবি মুক্তির ঝুঁকি নেওয়া সম্ভব ছিল না। কারণ, পরিস্থিতি অন্য রকম ছিল।’
জানা গেছে, সিনেমার গল্পে, মমতার মুখ্যমন্ত্রী হয়ে ওঠার যাত্রাপথ দেখানো হয়েছে। সেই সঙ্গে দেখানো হয়েছে একটি কন্যাসন্তানকে নিয়ে একা মায়ের লড়াই। সেই সন্তানই সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে জীবনে প্রতিষ্ঠিত হচ্ছেন। হয়ে উঠছেন এক জন আইপিএস অফিসার।
পরিচালক উজ্জ্বলের বর্ণনায়, ‘নারীদের অধিকার এবং নারী ক্ষমতায়নের বিষয় তুলে ধরা হয়েছে ছবিতে। অর্থাৎ কন্যাশ্রী প্রকল্পকে জোর দেওয়া হয়েছে।’
এসএস
মুক্তি পেল মমতার ‘কন্যাশ্রী’ নিয়ে নির্মিত ‘সুকন্যা’
22-11-2024 06:23PM