মায়ের শাড়ি পরে বিয়ের পিঁড়িতে তানজিকা!

  06-12-2024 09:09PM

পিএনএস ডেস্ক: দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন ছোটপর্দার অভিনেত্রী তানজিকা আমিন। শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে ঢাকার বেইলি রোডে এই অভিনেত্রীর বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এদিন সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিয়ের কিছু ছবি পোস্ট করেন তানজিকা। ক্যাপশনে এই অভিনেত্রী জানান, চার দশক আগে তার মা ইসমত আরা মিনা যে শাড়ি পরে বিয়ে করেছিলেন, সে শাড়ি পরেই এবার বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি।

এ প্রসঙ্গে দেশের একটি সংবাদমাধ্যমকে তানজিকা বলেন, ‘বেশ কয়েক বছর আগে আমার মায়ের বিয়ের শাড়ি দিয়ে ওড়না বানানোর ইচ্ছা ছিল। বিয়ের ওড়না। যে আমার বিয়ের কস্টিউম করেছে, সে বলল, আপু আন্টির শাড়িটা এত সুন্দর! এটা কেটে ওড়না কেন বানাবে? এটা কেন তুমি বিয়েতে পরছ না? তারপর ভাবলাম, আসলেই কেন নয়! এরপর সেটার সঙ্গে মানিয়ে যায় সে রকম ওড়না, ব্লাউজ ও অন্য সবকিছু সে বানিয়ে দিয়েছে। আমি যে গয়না পরেছি, সেটাও ৫০ বছর আগের নকশা করা।’

জানা যায়, তানজিকার স্বামীর নাম সাইফ বাসুনিয়া। ২৫ বছরেরও বেশি সময় ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করা সাইফের তানজিকার পরিচয় হয় ২০১৮ সালে।

বিয়ে প্রসঙ্গে তানজিকা বলেন, ‘আমাদের শুধু আকদ হয়েছে। জুমার আগে, একেবারে পারিবারিকভাবে। আত্মীয়স্বজনেরা ছিলেন। সাইফকে আমি ২০১৮ সাল থেকে চিনলেও কখনো তাঁকে বিয়ে করব, এমনটা ভাবিনি। তবে আমাদের বন্ধুত্ব ছিল। সেটা যে প্রেম বা বিয়েতে গড়াবে, তা ভাবিনি। অবশেষে তা হয়ে গেল।’

প্রসঙ্গত, প্রায় এক যুগ আগে স্থপতি এনামুল করিম নির্ঝরকে বিয়ে করেছিলেন তানজিকা। তবে তাদের সে সংসার বেশিদিন টেকেনি।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন