পিএনএস ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ (মহিলা শাখা) কমিটিতে অমুসলিম শাখায় আইন ও মানবাধিকার সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মর্মে চিত্রনায়িকা পূজা চেরিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে এবার এ বিষয়ে মুখ খুললেন ওই অভিনেত্রী।
নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে পূজা লেখেন,মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে আমার বোধগম্য নয়। আমি সাধারণত কোনো রিউমারস নিয়ে মাথা ঘামাই না। তারকাদের নিয়ে রিউমারস ছড়াবে এটাই স্বাভাবিক, মানুষের একটা কৌতূহল থাকে মিডিয়া পারফর্মারস বা তারকাদের নিয়ে। কিন্তু আজকে যে বা যারা এই রিউমারসটা ছড়িয়েছেন এটা নিয়ে আসলেই কিছু একটা বলা উচিত।
তিনি আরো লেখেন, এটা শুধু রিউমারস পর্যায় পর্যন্ত থাকলে কোনো ব্যাপার ছিল না। এইখানে এখন ধর্মের বিষয় চলে আসছে। এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে। এমন কোনো রিউমারস করা আসলে উচিত না যেই রিউমারস জাতি, বর্ণ, ধর্ম সকল কিছুর ওপর প্রভাব পড়ে।
চিত্রনায়িকা আরও লেখেন, ‘আমি একজন অভিনয়শিল্পী । বাংলা চলচ্চিত্র কে ভালোবাসি, এটাই আমার প্রফেশনের জায়গা। আমি সব সময় এই প্রফেশনকেই রেসপেক্ট করি এবং উপভোগ করি। এই প্রফেশনের বাইরে আমি কোনো রাজনৈতিক প্রফেশনের সাথে আমি যুক্ত নই। ধন্যবাদ।’
পিএনএস/রাশেদুল আলম
শিবিরের মহিলা কমিটিতে নিজের নাম নিয়ে যা বললেন পূজা চেরি
10-12-2024 11:51PM