পিএনএস ডেস্ক: লম্বা সময় ধরে অভিনয় থেকে দূরে আছেন ছোট পর্দার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বর্তমানে মার্কিন মুলুকে অবস্থান করছেন তিনি। সেখানেই নিজের নতুন পেশায় ব্যস্ত সময় পার করছেন।
বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। অভিনয়ের বাইরে প্রভার নতুন প্যাশন মেকআপ, বিষয়টি দারুণভাবে উপভোগ করছেন এই অভিনেত্রী।
সম্প্রতি নিউইয়র্কে অনুষ্ঠিত ‘এটিভি ইউএসএ আইকনিক অ্যাওয়ার্ড’-এ সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। নিউইয়র্কের ম্যারিয়ট হোটেলে জমকালো আয়োজনে আইকনিক অ্যাওয়ার্ডের ৬ষ্ঠ আসর অনুষ্ঠিত হয়।
অভিনেত্রীকে মূল্যায়ন করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী বলেন, ‘যে কোনো পুরস্কারই নিজের কাজকে চ্যালেঞ্জ করে। অর্থাৎ এগিয়ে যাওয়ার নতুন তাড়না তৈরি করে যে, আমাকে এর চেয়ে আরও দ্বিগুণ ভালো করতে হবে। দায়িত্ববোধ বেড়ে যায়। আমাকে মূল্যায়ন করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ।’
প্রসঙ্গত, সাদিয়া জাহান প্রভা ২০০৫ সাল থেকে মডেলিং এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। তার জনপ্রিয় বিজ্ঞাপনগুলোর মাঝে রয়েছে মেরিল, তিব্বত, পন্ডস, বাংলালিংক, জুঁই তেল ইত্যাদি।
প্রভা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং এবং বিজ্ঞাপনে কাজ করেছেন তারমধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি ভার্সন জেড, হানিমুন, ধুপ ছায়া, লাকি থার্টিন, খুনসুটি ইত্যাদি নাটকে অভিনয় করেছেন।
পিএনএস/এএ
যুক্তরাষ্ট্র থেকে সুখবর দিলেন প্রভা
15-12-2024 07:03PM