কয়‍্যার বাংলা: নতুন সুরে পুরোনো গল্পের পুনর্জাগরণ

  17-12-2024 11:29PM

পিএনএস ডেস্ক: বাংলাদেশের প্রথম বাংলা অ্যাক্যাপেলা ব্যান্ড কয়্যালর বাংলা আবারো তাদের সংগীতের সুর দিয়ে দর্শক হৃদয়ে দোলা দিতে প্রস্তুত। ২০১১ সালে প্রতিষ্ঠার পর থেকে কয়্যা র বাংলা শুধু সংগীত পরিবেশনা নয় বরং সংগীতের মাধ্যমে সমাজ ও সংস্কৃতিকে এক নতুন মাত্রা দেওয়ার চেষ্টা করেছে।

এক দশকেরও বেশি সময় ধরে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেও ব্যান্ডটি নিজেদের অবস্থান ধরে রেখেছে। বিজয় দিবস উপলক্ষে একটি বিশেষ পরিবেশনার মাধ্যমে কয়্যাকর বাংলা নতুন করে আলোচনায় এসেছে।

১৬ ডিসেম্বর সকাল ৮টায় কয়্যাের বাংলার ফেসবুক পেজ, ইউটিউবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী ‘কারার ঐ লৌহ কপাট’ গানটি নতুন আঙ্গিকে পরিবেশন করে দলটি। নতুন সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দেন তানভীর আলম সজীবসহ ১০ জন শিল্পী। অন্য শিল্পীরা হলেন— মাহমুদুল হাসান, ইউসুফ, ঝুমা খন্দকার, নাদিয়া আরেফিন, সুকন্যায মজুমদার, মনীশ সরকার, ইসরাত জাহান, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, মৌমিতা মুমু প্রমুখ।

কয়্যারর বাংলা ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও সংগীতশিল্পী তানভীর আলম সজীব বলেন, “আমরা বিশ্বাস করি, গান এমন এক শক্তি, যা শুধু বিনোদন নয় বরং এটি মানুষের মনে আশা এবং সাহস জাগায়। আমাদের নতুন প্রয়াস সংগীতের মাধ্যমে মানুষকে অনুপ্রাণিত করার। আমরা চাই, আমাদের গান দেশের বর্তমান প্রেক্ষাপটে একটি শান্তি ও ঐক্যের বার্তা নিয়ে আসুক।”

নানা বাধা-বিপত্তি পেরিয়ে কয়্যারর বাংলা এখন নতুন সদস্যদের সঙ্গে একটি নতুন দিগন্তের দিকে এগোচ্ছে। নতুন প্রজন্মের সৃজনশীলতা এবং তানভীর আলম সজীবের দিকনির্দেশনা ব্যান্ডটিকে নতুনভাবে প্রতিষ্ঠিত করেছে।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক অস্থিতিশীল পরিবেশে, সংগীতের শক্তি মানুষের মনে এক ধরনের ঐক্যের বার্তা পৌঁছে দিতে পারে। কয়্যাংর বাংলা বিশ্বাস করে, সংগীতই পারে এমন সময়েও মানুষের মধ্যে শান্তি, আশার আলো ছড়িয়ে দিতে। কয়্যা র বাংলার নতুন সদস্যরা নিজেদের সৃজনশীলতা দিয়ে ব্যান্ডটির সংগীত ভিশনকে আরো সমৃদ্ধ করতে চায়। তাদের স্বপ্ন, সংগীতের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য বলে জানান তানভীর আলম সজীব।

তানভীর আলম সজীব বলেন, “কয়্যারর বাংলার নতুন যাত্রা শুধু একটি ব্যান্ডের পুনর্জাগরণ নয় বরং এটি সংগীতের শক্তি দিয়ে একটি জাতিকে অনুপ্রাণিত করার প্রতিশ্রুতি। সংগীতের মাধ্যমে ঐতিহ্য, সংস্কৃতি এবং আধুনিকতাকে একত্রিত করে কয়্যারর বাংলা এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।”

কয়্যাির বাংলার নতুন সদস্যমরা হলেন— তানভীর আলম সজীব, মাহমুদুল হাসান, ইউসুফ আহমেদ খান, ঝুমা খন্দকার, নাদিয়া আরেফিন শাওন, সুকন্যাপ মজুমদার, মনীশ সরকার, ইসরাত জাহান মীম, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, মৌমিতা মুমু।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন