যে কারণে স্থগিত ‘ফোক ফেস্ট’

  18-12-2024 09:22PM

পিএনএস ডেস্ক: হাজার বছর ধরে বাঙালি জাতির সংস্কৃতি আর ঐতিহ্যের ধারায় মিশে আছে লোকসংগীত। বিশ্ব দরবারে লোকগীতির সুর-সুধা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ২০১৫ সাল থেকে প্রতিবছর এশিয়ার সবচেয়ে বড় লোকসংগীতের অনুষ্ঠান ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’র উদ্যোগ নেয় সান ফাউন্ডেশন।

সর্বশেষ ২০১৯ সালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে বসেছিল উৎসবটির পঞ্চম আসর। এরপর থেমে যায় সুরের এই মিলনমেলা। নানান পরিস্থিতির কারণে আর বসেনি ফোক ফেস্টের এই আসর।

অবশেষে দীর্ঘ চার বছর বিরতির পর আবারও ‘ফোক ফেস্ট’ আয়োজনের ঘোষণা দেয় আয়োজক প্রতিষ্ঠান সান ফাউন্ডেশন। আসছে জানুয়ারির ২৩, ২৪ ও ২৫ তারিখে রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ফোক ফেস্ট’আয়োজনের ঘোষণা দেয়া হয়! এরপর থেকেই দিন গুনতে থাকেন রাজধানীবাসী!

কিন্তু এবার জানা গেল, দিনক্ষণ ঘোষণা দেওয়ার দুই মাসের মাথায় ফোক ফেস্ট আয়োজন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা! মূলত ভেন্যু জটিলতার কারণে আপাতত স্থগিত করা হয়েছে অনুষ্ঠানটি। খবরটি আয়োজক প্রতিষ্ঠান সান কমিউনিকেশনস থেকে নিশ্চিত করা হয়েছে।

এ প্রসঙ্গে গণমাধ্যমে সান কমিউনিকেশনসের এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর তানভীর হোসেন বলেন, ঘোষণা অনুযায়ি আমরা আসছে জানুয়ারিতে আর্মি স্টেডিয়ামে ফোক ফেস্টের ৬ষ্ঠ আসর আয়োজনের প্রস্তুতি নিয়ে রেখেছি। দেশ বিদেশের শিল্পী, সংগীতজ্ঞদেরও সিডিউল নেওয়া হয়ে গেছে। কিন্তু এই পর্যায়ে এসে আমরা ভেন্যু জটিলতার কারণে আপাতত ফোক ফেস্ট এর আয়োজনটি স্থগিত করছি।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা আর্মি স্টেডিয়াম কর্তৃপক্ষের সাথে আলাপ করেই জানুয়ারিতে ফোক ফেস্ট আয়োজনের চূড়ান্ত তারিখ ঘোষণা করি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এসে ভেন্যু কর্তৃপক্ষ অনেক কিছু নিয়েই কনসার্ন। সিকিউরিটি একটা বড় ইস্যু। সবকিছু বিবেচনা করেই বলা যায়, আপাতত ‘ফোক ফেস্ট’-এর আসন্ন আয়োজনটি স্থগিত করা হয়েছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক মনে হলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি কর্তৃপক্ষ ফোক ফেস্টের জন্য ভেন্যু বরাদ্দ দিবেন।

তানভীর হোসেন বলেন, বিকল্প ভেন্যু নিয়ে কোনো চিন্তা আছে কিনা, জানতে চাইলে সান কমিউনিকেশনস এর এই কর্মকর্তা জানান, বিকল্প ভেন্যু ভাবছি না। আপাতত স্থগিতই করছি। আমাদের প্রস্তুতি যেহেতু পুরোদমে নেয়া, তাই আমরা চেষ্টা করবো ভেন্যুটা যেন পাই। পরিস্থিতি সুবিধাজনক অবস্থায় আমরা অনুষ্ঠানটা এখানেই করতে চাই।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন