সৎ থাকুন, সময় পরিবর্তন হবে: তানজিন তিশা

  31-12-2024 05:39PM

পিএনএস ডেস্ক:অভিনেত্রী তানজিন তিশা। ফ্যাশন শুট ও র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে মিডিয়াতে কাজ শুরু করেন। তিশা প্রথম মডেল হন অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত রবির একটি বিজ্ঞাপনে অংশগ্রহণ করার মাধ্যমে। এটি তার ক্যারিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক ছিল।

২০১২ সালে ইউটিউবে প্রচারিত রিজভি ওয়াহিদ এবং শুভমিতার গাওয়া চোখেরি পলকে মিউজিক ভিডিওতে অভিনয় করে তারকা খ্যাতি পান। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নেন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে তানজিন তিশা জানান, ২০২৪ সালে তিনি অনেক ভালো জিনিস দেখার পাশাপাশি খারাপ জিনিসও দেখেছে।

বিদায় ২০২৪ উল্লেখ করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘বিদায় ২০২৪ এই বছর আমি অনেক ভালো জিনিস দেখেছি, খারাপ জিনিসও দেখেছি। তবে গুরুত্বপূর্ণ বিষয় এই বছর আমাকে আরও দৃঢ় করেছে। সৎ থাকুন, সময় পরিবর্তন হবে।’

শেয়ার করা পোস্টের ছবিতে দেখা যায়, এমব্রয়ডারি করা সিল্কের শাড়িতে তিশাকে বেশ মানিয়েছে। হাতে ও গলায় সাদা পুথির কারুকাজ করা মালার পাশাপাশি চোখের চাহনি নেটিজেনদের নজর কেড়েছে।

কমেন্ট বক্সে অভিনেত্রীর শাড়ি পরা লুক দেখে নেটিজেনরা বেশ প্রশংসা করেছেন। একজন ভক্ত লিখেছেন, ‘আপনার ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। আর নতুন বছরের শুভেচ্ছা রইলো।’ রাজু হাসান নামে আরেকজনের ভাষ্য, ‘অসাধারণ আপু সুন্দরী।’

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন