হাঁপানি-ফুসফুসের চিকিৎসায় যুগান্তকারী পদ্ধতি আবিষ্কার

  28-11-2024 10:33PM

পিএনএস ডেস্ক: তীব্র হাঁপানি এবং ফুসফুসের দীর্ঘকালীন রোগের (সিওপিডি) চিকিৎসায় গত ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো যুগান্তকারী পদ্ধতি আবিস্কার করেছেন চিকিৎসকরা। এই পদ্ধতিকে ‘গেমচেঞ্জার’ হিসেবে অভিহিত করছেন তারা।

চিকিৎসকরা তীব্র হাঁপানি ও ফুসফুসের রোগের চিকিৎসায় স্টেরয়েড ট্যাবলেটের বদলে ইনজেকশন ব্যবহার করে দেখেছেন— এটি ট্যাবলেটের চেয়ে বেশি কার্যকর। এছাড়া ইনজেকশন ব্যবহারের কারণে পরবর্তীতে চিকিৎসা নেওয়ার প্রয়োজনীয়তা ৩০ শতাংশ কমে গেছে।

নতুন এই ট্রায়ালের ফলাফল প্রকাশ করা হয়েছে ল্যাঙ্কেট রেসপাইরেটরি মেডিসিন জার্নালে।

ফুসফুসের প্রদাহ কমানোর জন্য বিশ্বব্যাপী ব্যবহার করা হয় বেনরালিজুমাব নামের মনোকল এন্টিবডি ওষুধ। এটি ইয়োসিনোফিলস নামের একটি নির্দিষ্ট শ্বেত রক্তকণিকাকে লক্ষ্য করে ফুসফুসের প্রদাহ কমায়। এই ওষুধটি তীব্র হাঁপানি রোগের পুন:চিকিৎসার ক্ষেত্রে লো ডোজে ব্যবহার করা হয়। কিন্তু ট্রায়ালে দেখা গেছে যখন কোনো হাঁপানি রোগীর অবস্থা আগের চেয়ে খারাপ হয়ে যায় তখন যদি এটি উচ্চ একক ডোজ হিসেবে ইনজেকশনের মাধ্যমে দেওয়া যায় তাহলে ওষুধটি খুবই কার্যকর হয়।

এই ট্রায়ালের প্রধান লন্ডনের কিংস কলেজের প্রধান প্রফেসর মোনা বাফাদেল বলেছেন, “যাদের তীব্র হাঁপানি ও ফুসফুসের দীর্ঘকালীন রোগ আছে তাদের জন্য এটি গেমচেঞ্জার হবে। এই দুটি রোগের চিকিৎসা গত ৫০ বছরে পরিবর্তন হয়নি। যদিও প্রতিবছর বিশ্বব্যাপী এতে ৩৮ লাখ মানুষের মৃত্যু হচ্ছে।”

তিনি আরও বলেছেন, “বেনরালিজুমাব তীব্র হাঁপানির চিকিৎসার ক্ষেত্রে একটি নিরাপদ ও কার্যকরী ওষুধ। আমরা ওষুধটি ভিন্ন উপায়ে ব্যবহার করেছি দেখাতে যে স্টেরয়েড ট্যাবলেটের চেয়ে এটি বেশি কার্যকরী। বর্তমানে শুধুমাত্র এই পদ্ধতির চিকিৎসাই রয়েছে।”

এই ট্রায়ালে যুক্ত ছিলেন ১৫৮ জন মানুষ। তাদের তীব্র হাঁপানি এবং ফুসফুসের দীর্ঘকালীন রোগের (সিওপিডি) জন্য চিকিৎসা নিতে হতো।

রোগীরা কী ধরনের সিওপিডির কী ধরনের আক্রমণে ভুগছিলেন সেটি নিরূপণে প্রথমে রক্ত পরীক্ষা করা হয়। এরপর যারা ‘ইয়োসিনোফিলস এক্সাসারবেশনে’ ভুগছিলেন তাদের নতুন পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হয়।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন