চাঁদপুরে দুই হাসপাতাল সিলগালা, জরিমানা

  10-12-2024 02:07AM

পিএনএস ডেস্ক: হাসপাতালের কাগজপত্র নবায়ন না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারের নারায়ণপুর জেনারেল হাসপাতাল অ্যান্ড কনসালটেশন সেন্টার ও মীম জেনারেল হাসপাতাল সিলগালা এবং ম্যাক্স ভিআইপি হাসপাতালে চিকিৎসকের (সার্জন) সহকারী না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা সুলতানা।

রাতে এসব তথ্য নিশ্চিত করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিব উল্লাহ সৌরভ বলেন, অভিযানের সময় নারায়ণপুর জেনারেল হাসপাতাল (প্রা.) এন্ড কনসালটেশন সেন্টারের দুই বছরের কাগজপত্র নবায়ন না থাকায় সিলগালা, হাসপাতালের এমডি আল-আমিন ভুয়া চিকিৎসক দিয়ে সিজার করায় ৫০ হাজার টাকা জরিমানা এবং নার্স পরিচয়ে হাসপাতালের দালাল শেফালি নরমাল ডেলিভারির সময় লীমা নামের রোগীর বাচ্চা মেরে ফেলার ঘটনায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ হাসপাতালটি পরবর্তী সিদ্ধান্তের আগ পর্যন্ত বন্ধ থাকবে।

একই সময় ওই এলাকার মীম জেনারেল হাসাপতালের কাগজপত্র নবায়ন না থাকায় সিলগালা এবং মালিক মো. জসিম উদ্দিন ও আলহাজ উদ্দীনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই হাসপাতালে কোনো চিকিৎসক পাওয়া যায়নি। এছাড়া ম্যাক্স ভিআইপি হাসপাতালে চিকিৎসকের (সার্জন) সহকারী না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা সুলতানা বলেন, গুরুতর অনিয়মের কারণে এসব হাসপাতাল সিলগালা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এর আগে সোমবার (৯ ডিসেম্বর) গণমাধ্যমে ‘নারায়ণপুর জেনারেল হাসপাতাল এন্ড কনসালটেশন সেন্টার’ এর অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ হয়। এরই ধারাবাহিকতায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন