ভারতে গায়ে হলুদের অনুষ্ঠানে হঠাৎ দেয়াল ধস, নিহত ৮

  10-12-2023 12:09AM

পিএনএস ডেস্ক : ভারতের উত্তর প্রদেশে গায়ে হলুদের অনুষ্ঠানে হঠাৎ দেয়াল ধসে আন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২০ জন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, উত্তর প্রদেশের মউ জেলায় শুক্রবার (৮ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৬ নারী ও দুই শিশু রয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় দেয়াল নির্মাণকারী দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। স্থানীয় পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টানা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন।

একইসঙ্গে আহতদের বিনামূল্যে চিকিৎসা সুবিধা নিশ্চিত করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন