পাপুয়া নিউগিনিতে ফের ভূমিধসের আশঙ্কা

  28-05-2024 02:41PM


পিএনএস ডেস্ক: পাপুয়া নিউগিনিতে আরও ভূমিধসের আশঙ্কায় স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসন। মঙ্গলবার জাতিসংঘের এক কর্মকর্তা জানিয়েছেন, দেশটিতে আরও ভূমিধসের আশঙ্কা রয়েছে। তাই আশঙ্কাজনিত স্থানগুলো থেকে সেখানের বাসিন্দাদের দূরে সরিয়ে নেওয়া হচ্ছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।

এতে বলা হয়েছে, শুক্রবার ভোরে পাপুয়া নিউগিনির এনগা প্রদেশের ইয়মবালি গ্রামের কাছে একটি ভূমিধসের ঘটনা ঘটে। এ ঘটনায় মাটিচাপা পড়েছে দুই হাজারের বেশি মানুষ। আশঙ্কা করা হচ্ছে তাদের সবাই মারা গেছেন।

গত রোববার জাতিসংঘের কাছে পাঠানো এক চিঠিতে পাপুয়া নিউগিনির জাতীয় দুর্যোগ কেন্দ্র জানায়, তারা দুই হাজার লোকের প্রাণহানির আশঙ্কা করছে। ভূমিধসের কারণে ভবন ও কৃষিজমিতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানায় তারা।

পিএনএস/আনোয়ার


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন