পিএনএস ডেস্ক: আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায় বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে নারী ও শিশুসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার রাতে আফগানিস্তানের লামানসহ অন্তত সাতটি গ্রামে হামলা চালায় পাকিস্তান। যেখানে একই পরিবারের পাঁচ সদস্য প্রাণ হারিয়েছেন। হামলার আগে কাবুলে দুই দেশের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের বৈঠক হয়। এর পরপরই আফগানিস্তানে হামলা চালালো পাকিস্তান। যদিও হামলার প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে কাবুল। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি ও ভয়েস অফ আমেরিকা।
পিএনএস/আনোয়ার
পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১৫
25-12-2024 09:59AM