বরিশালে বছর শেষে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে

  23-12-2024 07:48PM

পিএনএস ডেস্ক: বরিশালে বছর শেষে হঠাৎ করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ৭২ ঘণ্টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে।

এ ছাড়াও ৭২ ঘণ্টায় নতুন করে আরও ৬৫ জন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে বলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানিয়েছেন।

তিনি বলেন, বিষয়টি আমাদের কাছেও ডিফিকাল্ট মনে হচ্ছে।

তাই প্রত্যেকটি হাসপাতালের সাথে কথা বলেছি, তাদের নির্দেশনা দিয়েছি, যাতে চিকিৎসায় যেন সামান্য ত্রুটি না হয়।
তিনি বলেন, চিকিৎসকরা জানিয়েছেন রোগীরা এমন সময় আসে যে তাদের করার কিছু থাকে না। তাই সকলের প্রতি আহ্বান তারা যেন হেলাফেলা না করে জ্বর হলেই যেন চিকিৎসকের পরামর্শ নেয়। তবে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমছে বলে মন্তব্য করেন স্বাস্থ্য পরিচালক।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত বরিশাল বিভাগের সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৮ হাজার ৬৭৩ জন রোগী ভর্তি হয়। এর মধ্যে ৮ হাজার ৪৯৩ জন সুস্থ হয়েছেন। এখনো চিকিৎসাধীন রয়েছেন ১১৯ জন রোগী। মারা গেছেন ৬১ জন।

সবচেয়ে বেশি মারা গেছে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। এ হাসপাতালে মারা গেছে ৪৯ জন। এ ছাড়া বরগুনা হাসপাতালে চারজন, ভোলা ও পিরোজপুর জেলায় তিনজন করে এবং পটুয়াখালীতে দুই জন মারা গেছেন।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন