গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন

  23-12-2024 08:59PM

পিএনএস ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর এলাকায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে গোডাউন ও গোডাউনে থাকা ঝুট মালামাল পুড়ে গেছে। সোমবার বিকেল পৌনে তিনটার দিকে আগুনের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কালিয়াকৈরের সফিপুর এলাকার নীট এশিয়া লিমিটেড কারখানার পাশে টিনশেডের তৈরি ঝুটের গোডাউনে সোমবার বিকেল পৌনে তিনটার দিকে আগুন ধরে যায়।

পরে আগুন মুহূর্তের মধ্যে পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ও পাশের লিজ ফ্যাশন কারখানার শ্রমিক ও কর্মকর্তারা তাদের কারখানার পাইপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গোডাউনে রাখা কারখানার পরিত্যক্ত মালামাল পুড়ে গেছে।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, আগুন লাগার খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ি ফায়ার সার্ভিসে চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ঝুটের গুদাম ও ঝুট পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

তদন্ত করে তা নির্ণয় করা হবে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন