বাহুবলে জামায়াতের মহিলা শাখার সদস্যকে কুপিয়ে হত্যা

  21-02-2025 11:33PM

পিএনএস ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে মিনারা বেগম নামে জামায়াতে ইসলামীর মহিলা শাখার এক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

মিনারা বেগম উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি আব্দুল আহাদ ইবনে মালেকের স্ত্রী। তিনি মিরপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ছিলেন।

মিনারার স্বামী জানান, তিনি রোকন বৈঠক শেষ করে সন্ধ্যার পর বাড়ি ফেরেন। এসে দেখেন ঘরের দরজা খোলা এবং বাতি বন্ধ। পরে বাতি জ্বালিয়ে দেখেন তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ পড়ে আছে।

এ বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ সুপার এ এন এম সাজিদুর রহমান ও ইউএনও গিয়াস উদ্দীন ঘটনাস্থলে যান। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলেও জানান তিনি।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন