ভারতে তিন বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

  02-03-2025 07:40PM

পিএনএস ডেস্ক : অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) চতুর্থ ব্যাটালিয়নের সদস্যরা ওই তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেন।

দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এনইর প্রতিবদেনে বলা হয়েছে, মেঘালয়ে বিএসএফের জওয়ানরা একটি গাড়ি আটকে তিন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছেন। রাজ্যের পূর্ব খাসি পার্বত্য জেলার আন্তর্জাতিক সীমান্ত এলাকার কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেঘালয়ের উমসাইম এলাকায় অভিযান পরিচালনা করে বিএসএফ। ওই সময় সীমান্ত অতিক্রম করা একটি গাড়ি আটক করেন বিএসএফের কর্মীরা।

পরে সেখান থেকে তিন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তিনজনই বাংলাদেশের রাজধানী ঢাকার বাসিন্দা। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ।

পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণের জন্য ওই তিন বাংলাদেশি ও জব্দকৃত গাড়িটি মেঘালয়ের পিনুরসলা থানায় হস্তান্তর করেছে কর্তৃপক্ষ। সূত্র: ইন্ডিয়া টুডে এনই

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন