পিএনএস ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৪১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৭৯ জনে। তাদের মধ্যে ৬৭২ জন ঢাকার বাইরের। চলতি বছরে ডেঙ্গুতে মারা গেছেন ১৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এখনো ৩৯৭ ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে ৫২ জন ঢাকার বাইরের। মোট ১৮৬৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তাদের ৬১৭ জন ঢাকার বাইরের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরে ছিলেন ২৩ হাজার ১৬২ জন।
বিশেষজ্ঞরা এডিস মশার লার্ভা শনাক্তে ব্যাপক অভিযান পরিচালনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
পিএনএস/এমবিবি
ডেঙ্গু : ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি আরও ১৪১ জন
03-06-2023 06:05PM