বৈষম্যমুক্ত সমাজ গড়ার লক্ষ্য এখনো অর্জিত হয়নি: আইডিইবি

  06-11-2024 10:45PM

পিএনএস ডেস্ক: বৈষম্যমুক্ত সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্যে দেশ স্বাধীন হলেও বিগত দিনে সেই লক্ষ্য অর্জিত হয়নি। ফলে সর্বক্ষেত্রে সীমাহীন শ্রেণি বৈষম্য সমাজ-রাষ্ট্রে শোষণ, বঞ্চনা, নীপিড়নকে উসকে দিয়েছে বলে মনে করে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)।

বুধবার (০৬ নভেম্বর) রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘বৈষম্যমুক্ত কর্মক্ষেত্র-সময়ের দাবি’ প্রতিপাদ্যে শুক্রবার (৮ নভেম্বর) ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপিত হবে। এ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের অন্তর্বর্তী কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বৈষম্যমুক্ত সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্যে দেশ স্বাধীন হলেও বিগত দিনে সেই লক্ষ্য অর্জিত হয়নি। ফলে সর্বক্ষেত্রে সীমাহীন শ্রেণি বৈষম্য সমাজ-রাষ্ট্রে শোষণ, বঞ্চনা, নীপিড়নকে উসকে দিয়েছে। বৈষম্যহীন কর্মক্ষেত্র সময় বাস্তবতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বিষয়টি উপেক্ষিত। সার্বিক বৈষম্যের যাঁতাকলে দেশের বিভিন্ন শ্রেণি পেশার সঙ্গে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা পিষ্ট হচ্ছে। ইঞ্জিনিয়ারিং শুধু একটি পেশা নয় এটি দেশের উন্নয়নের ভিত্তি।

ঘোষিত কর্মসূচির মধ্যে শুক্রবার (৮ নভেম্বর) সকাল ১০টায় আইডিইবি ভবনে আলোচনা ও দোয়া অনুষ্ঠান, ১০ নভেম্বর সকাল সাড়ে ১০টায় আইডিইবি ভবনে গণপ্রকৌশল দিবসের বর্ণাঢ্য র্যা লি ও আলোচনা অনুষ্ঠান। ১৪ নভেম্বর সকাল ১১টায় রক্তদান কর্মসূচি ও বিকেল ৪টায় আইডিইবি ভবনে বৈষম্যহীন কর্মক্ষেত্র-সময়ের দাবি’ শীর্ষক সেমিনার, ১৬ নভেম্বর বিকেল ৪টায় আইডিইবি ভবনে নবীন-প্রবীণ মিলনমেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এসব কর্মসূচি ছাড়া সামাজিক দায়বোধ থেকে আইডিইবির উদ্যোগে দেশব্যাপী বিনামূল্যে প্রযুক্তি পরামর্শ দেওয়া, প্রতিপাদ্য ও ডেঙ্গু সচেতনতা বিষয়ে জনগণের মধ্যে লিফলেট বিতরণ করা হবে। একই কর্মসূচি ইনস্টিটিউশনের ৭১টি সাংগঠনিক জেলায় পালিত হবে।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন- কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- প্রকৌশলী মো. ফজলুল হক, প্রকৌশলী আবেদুর রহমান, প্রকৌশলী জয়নাল আবেদীন প্রমুখ।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন