ইসির চার গুরুত্বপূর্ণ পদ শূন্য

  06-11-2024 07:15PM

পিএনএস ডেস্ক: জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদারকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এনআইডির ডিজিকে ওএসডি করার ফলে শূন্য হয়ে গেল নির্বাচন কমিশনের (ইসি) চার গুরুত্বপূর্ণ পদ।

বুধবার (৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এনআইডি ডিজিকে ওএসডি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মো. মাহবুব আলম তালুকদার, মহাপরিচালক ও অতিরিক্ত সচিব (অতিরিক্ত দায়িত্ব), নির্বাচন কমিশন সচিবালয় জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ইসি কর্মকর্তারা জানান, এনআইডি মহাপরিচালকের ওএসডির ফলে শীর্ষ দুই পদ শূন্য হয়ে গেছে। এ ছাড়া, নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিবের দুটি পদ খালি রয়েছে। এনআইডি মহাপরিচালক সচিবালয়ের অতিরিক্ত দায়িত্ব হিসেবে অতিরিক্ত সচিবেরও দায়িত্ব পালন করে আসছিলেন।

উনার ওএসডির ফলে সচিবালয়ের মোট চারটি শীর্ষ পদ খালি হয়ে গেছে। এখন স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটবে।

এর আগে চলতি বছরের পহেলা এপ্রিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (অতিরিক্ত সচিব) মো. মাহবুব আলম তালুকদারকে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক (ডিজি) হিসেবে প্রেষণে নিয়োগ দেয় সরকার।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন