পিএনএস ডেস্ক: বাংলাদেশে পিটার হাসের উত্তরসূরি হিসেবে নতুন মার্কিন রাষ্ট্রদূত না আসা পর্যন্ত সাবেক কূটনীতিক ট্র্যাসি অ্যান জ্যাকবসন অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন। তারই অংশ হিসেবে আজ তিনি ঢাকায় এসেছেন।
শনিবার (১১ জানুয়ারি) সকালে তিনি ঢাকায় এসে পৌঁছান। সব ঠিক থাকলে আজই মার্কিন দূতাবাসের দায়িত্ব বুঝে নেবেন সাবেক এই কূটনীতিক।
এদিকে ট্র্যাসি জ্যাকবসনের আগমনের খবরে ঢাকার মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বার্তা দিয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশে তাদের নতুন অন্তর্বর্তীকালীন চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনকে স্বাগত জানাতে পেরে তারা উচ্ছ্বসিত।
বার্তায় আরও বলা হয়, জ্যাকবসন কূটনীতিতে বিশাল অভিজ্ঞতাসম্পন্ন। তিনি তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও কসোভোতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। শক্তিশালী আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তুলতে রাষ্ট্রদূত জ্যাকবসন নিষ্ঠা ও দূরদর্শিতার সঙ্গে ঢাকা মিশনের নেতৃত্ব দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
প্রসঙ্গত, আলোচিত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উত্তরসূরি হিসেবে ডেভিড মিলিকে মনোনীত করেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে মার্কিন সিনেটে মনোনয়নের শুনানি না হওয়ায় শেষ পর্যন্ত ঢাকায় আসছেন না মিলি। এ অবস্থায় নতুন মার্কিন রাষ্ট্রদূত না আসা পর্যন্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করতে ঢাকায় এসেছেন ট্র্যাসি অ্যান জ্যাকবসন।
পিএনএস/আনোয়ার
অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালনে ঢাকায় ট্র্যাসি জ্যাকবসন
11-01-2025 01:45PM