বিসিবি সভাপতির সঙ্গে লিপুর বৈঠক, কী আছে সাকিবের ভাগ্যে?

  11-01-2025 01:14PM

পিএনএস ডেস্ক: চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করতে আর মাত্র ২৪ ঘণ্টা সময় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাতে। সেই সঙ্গে নির্ধারিত হবে সাকিব আল হাসানের ভাগ্যও।

রোববার (১২ জানুয়ারি) আইসিসিকে চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড পাঠাবে বিসিবি। তাই আজ প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে সভাপতি ফারুক আহমেদের।

টাইগারদের চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করতে দেরি হওয়ার অন্যতম কারণ হলো সাকিব ও তামিম ইস্যু। তবে গতকাল ফেসবুক পোস্টে জাতীয় দলে ফিরবেন না বলে জানিয়ে দিয়েছেন তামিম। কিন্তু এখনও নিশ্চিত নয় সাকিবের ভবিষ্যৎ। বোলিং অ্যাকশন ও সরকারের পক্ষ থেকে নির্দেশনা না পাওয়ায় দেশসেরা এই ক্রিকেটারের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিয়ে শঙ্কায় তৈরি হয়েছে।

সিলেটে তামিমের সঙ্গে মিটিং শেষ করে ঢাকায় ফিরে বোর্ড সভাপতি ফারুকের সঙ্গে বৈঠক করার কথা ছিল লিপুর। গতকাল (শুক্রবার) সভাপতি বিসিবিতে না আসায় মিটিং করা হয়নি। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, কোচ ফিল সিমন্সের সঙ্গে কথা বলে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দুটি স্কোয়াড বানিয়ে রেখেছে লিপুর নির্বাচক প্যানেল।

একটি তালিকায় সাকিব-তামিমকেও রাখা হয়েছে। কারণ অভিজ্ঞ চার ক্রিকেটারকেই দলে চেয়েছেন অধিনায়ক। যদিও সেখান থেকে ছিটকে গেছেন তামিম। অন্য তালিকায় রাখা হয়েছে নিয়মিত ক্রিকেটারদের– ওয়ানডে বিশ্বকাপের পর থেকে যারা নিয়মিত খেলছেন।

টিম ম্যানেজমেন্ট ও নির্বাচক প্যানেল চেয়েছিল একবার স্কোয়াড ঘোষণার পর পরিবর্তনের চিন্তাভাবনা করবেন না। এ কারণে আইসিসিকে তালিকা হস্তান্তরের দিন মিডিয়া ব্রিফিং করে দল ঘোষণা করতে চেয়েছিলেন তারা। নির্বাচকদের সে অবস্থানে অনড় না থাকার সম্ভাবনাই বেশি। সেটা হতে পারে সাকিবের কারণে।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় বলতে চেয়েছিলেন সাকিব। কিন্তু আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও হত্যা মামলার আসামি হওয়ায় নিরাপত্তা শঙ্কায় দেশে ফেরা হয়নি এই ক্রিকেটারের। খেলতে পারেননি আফগানিস্তান সিরিজ ও ওয়েস্ট ইন্ডিজ সফরেও।

এ ছাড়াও চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) খেলতে পারছেন না। এর মাঝেই বোলিং অ্যাকশন নিয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর প্রায় দুই দশক পর ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ অ্যাকশনে বোলিং করার অভিযোগ উঠেছে সাকিবের বিরুদ্ধে। ইংল্যান্ডে পরীক্ষা দিয়ে পাস না করায় আন্তর্জাতিক ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ করে আইসিসি। এবার চেন্নাইতে পরীক্ষা দিয়েও পাস করতে পারেন তিনি।

বোলিং অ্যাকশন ত্রুটিমুক্ত প্রমাণ করতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অধীনে চেন্নাইয়ে গত ২১ ডিসেম্বর দ্বিতীয়বার পরীক্ষা দেন সাকিব আল হাসান। বিসিবির একটি সূত্রের মাধ্যমে জানা গেছে, ওই রিপোর্ট সম্পর্কে বোর্ডকে প্রাথমিকভাবে জানানো হয়েছে। সেখানেও সাকিবের বোলিং অ্যাকশনে ত্রুটি পাওয়া গেছে।

তবে আনুষ্ঠানিক কোনো চিঠি এখনো বোর্ড পায়নি। যে কারণে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে বিসিবি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তাই চ্যাম্পিয়নস ট্রফিতে দেশসেরা ক্রিকেটারের জায়গা হয় কি না, সেটাই দেখা বিষয়।


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন