পিএনএস ডেস্ক: বোর্ডার-গাভাস্কার ট্রফি শেষে চলমান বিগ ব্যাশে নিজের মত ম্যাচ খেলতে নেমেই ব্যাট হাতে ঝড় তুলেছেন স্টিভেন স্মিথ। টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম সেরা এক ইনিংসে নাম লিখেছেন রেকর্ড বইয়েও। এদিন ব্যাট হাতে ৬৪ বলে ১০ চার ও ৭ ছক্কায় অপরাজিত ১২১ রানের ইনিংস খেলেন সিডনি সিক্সার্সের এই ব্যাটার।
গত মৌসুমটা মাত্র দুই ম্যাচ খেলা স্মিথ এবার প্রথম ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুলেছেন। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পার্থ স্কোর্চার্সের বিপক্ষে এদিন ১২১ রান করেন স্মিথ। বিগ ব্যাশে এটি তার রেকর্ড তৃতীয় সেঞ্চুরি। তার সমান সেঞ্চুরি আছে বেন ম্যাকডারমটে। তবে তার চেয়ে বেশি নেই আর কোনো ব্যাটারের।
যদিও ম্যাচের শুরুতে কিছুটা ধুঁকছিল সিডনি। ৫ ওভারে ১ উইকেট হারিয়ে কেবল ২৪ রান তোলে তারা। পরে দলকে টেনে তুলেন স্মিথ। একাই প্রতিপক্ষের বোলারদের ওপর চড়াও হন। তাকে সঙ্গ দিয়েছে অধিনায়ক হেনরিক্স ও বেন ডাউশুইস। যার ফলে সিডনির সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ২২০ রান। যার জবাবে ৭ উইকেটে ২০৬ রান করে পার্থ স্কোর্চার্স।
এদিকে সিডনি সিক্সার্সের হয়ে কেবল আর দুটি ম্যাচই (১৫ ও ১৭ জানুয়ারি) খেলতে পারবেন স্মিথ। কেননা তার নেতৃত্বেই শ্রীলঙ্কা সফরে দুটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। যা শুরু হবে ২৯ জানুয়ারি থেকে।
এসএস
বিগ ব্যাশে ঝড় তুলে রেকর্ড বইয়ে নাম তুললেন স্মিথ
11-01-2025 04:35PM