রাতে বাড়তে পারে শীতের অনুভূতি

  23-01-2025 08:46PM

পিএনএস ডেস্ক: তাপমাত্রার পারদ নিচে নেমে রাজধানীসহ সারাদেশেই আগের চেয়ে বেড়েছে শীতের অনুভূতি। সঙ্গে কোথাও কোথাও অনেকটা বেলা করে দেখা মিলছে সূর্যের। যদিও সূর্যের মৃদু তাপ দিনে শীত নিবারণে তেমন কাজে আসছে না। এই অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় কুয়াশার দাপট বেড়ে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৩ দিনে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আগামী ২৪ ঘণ্টায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

এছাড়া কোথাও কোথাও কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হয়ে অভ্যন্তরীণ নদী পরিবহন, বিমান চলাচল ও সড়ক যোগাযোগে বিঘ্ন সৃষ্টি করতে পারে। তবে শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, শনি ও রোববার (২৫-২৬ জানুয়ারি) শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এরমধ্যে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া রোববার একই সময় পর্যন্ত সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আর এই সময়ে সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীর বাঘাবাড়ীতে, ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পিএনএস/ এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন