পিএনএস ডেস্ক: স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেছেন, আমি যখন সিইও হিসেবে জিরো লাইনে দাঁড়িয়ে আছি, তখন আপনাদের এখানে আসার দরকার নেই। আমি যথেষ্ট বিএসএফকে সাইজ করার জন্য। যখন আমার প্রয়োজন হবে তখন আমি বলব আমাদের গ্রামবাসীকে নিয়ে আসুন। তাই আমি না ডাকলে আপনারা ওইখানে (বর্ডারে) ভিড় করে আমাদের কাজে ব্যাঘাত ঘটাবেন না।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাখোরালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, আমাদের হাতে অস্ত্র আছে, ট্রেনিং আছে, যথেষ্ট মনোবল আছে এবং আমাদের পেছনে ১৮ কোটি মানুষ আছে। তাই ১৮ কোটি মানুষ থাকতে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই এবং বিজিবি যখন শূন্য লাইনে দাঁড়িয়ে থাকবে তখন বর্ডার সিকিরিউড, বর্ডারের নিরাপত্তা বজায় আছে। এছাড়া যে কোনো প্রয়োজনে বিজিবিকে আপনারা পাশে ও সাথে পাবেন।
তিনি আরও বলেন, বর্ডার এলাকার শূন্য লাইন অতিক্রম করে সবচেয়ে বেশি বাংলাদেশিরা ভারতে প্রবেশ করে। এই এলাকায় আমার দুই বছরের দায়িত্ব পালনকালে কখনোই দেখিনি শূন্য লাইন অতিক্রম করে ভারতীয় কৃষককে বাংলাদেশে ঢুকতে। ভারতীয় চোরাকারবারিরা বাংলাদেশের ভেতরে ঢুকে না এবং আপনারাও দেখেননি তাদের ঢুকতে। আর চাঁপাইনবাবগঞ্জ জেলায় ভারতীয় ফেনসিডিল ও চোরাই মোবাইল ফোনে সয়লাব হয়ে গেছে। তাই আসুন আমরা যদি প্রতিজ্ঞা করি, মাদক আমরা খাব না ও ব্যবহার করব না এবং ভারতীয় চোরাই মোবাইল ফোন ব্যবহার করব না ও কিনব না। আগে আমরা নিজে ঠিক হই।
লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ৫০০ টাকার বিনিময়ে আপনি ভারতীয় এক কেস ফেনসিডিল আনার জন্য সীমান্ত গেলেন। পরে বিএসএফের গুলিতে আহত বা নিহত হলেন। এতে কার ক্ষতি হলো? ৫০০ টাকার জন্য আপনি আপনার জীবন দেবেন? জীবন যদি দিতেই হয় তাহলে দেশের সার্বভৌমত্বের জন্য দেন। আর আহত যদি হতেই হয় তাহলে দেশকে রক্ষা করার জন্য আহত হন। সুতরাং ভারতীয় মাদক ও চোরাচালন পণ্য আমরা আনব না এবং যারা আনবে আমরা তাদেরকে প্রতিরোধ করব।
গ্রামবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সর্বশেষে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই। আপনার চৌকা ও কিরণগঞ্জ গ্রামবাসী সব সময় বিজিবির পাশে ছিলেন। শুধু শিবগঞ্জবাসী নয় পুরো দেশের ১৮ কোটি মানুষ আমাদের পাশে ছিল।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহার আলী, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া, শাহবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক প্রমুখ।
পিএনএস/ এএ
বিএসএফকে মোকাবিলা করতে আমরাই যথেষ্ট: বিজিবি অধিনায়ক কিবরিয়া
23-01-2025 10:14PM