দেড় কোটি টাকার সম্পদে আসামি স্ত্রীসহ ভূমিসংস্কার কর্মকর্তা

  03-02-2025 06:22PM

পিএনএস ডেস্ক: দেড় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ভূমি সংস্কার বোর্ডের (কোর্ট অব ওয়ার্ডস) নবাব এস্টেটের সিনিয়র সহকারী ম্যানেজার মো. সাব্বির হোসেন ও তার স্ত্রী শাহ নেওয়াজ কাসেমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মো. মাহাবুব মোর্শেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সংস্থাটির ঊর্ধ্বতন একটি সূত্রে এসব তথ্য জানা গেছে।

এজাহার সূত্রে জানা যায়, আসামি শাহ নেওয়াজ কাসেম দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৪৭ লাখ ১৬ হাজার ১৫২ টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দাখিল করেছেন। এছাড়া দুদকের অনুসন্ধানে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৪৫ লাখ ৭৪ হাজার ১৫২ টাকার সম্পদের প্রমাণ পাওয়া গেছে। মূলত আসামি মো. সাব্বির হোসেন ঢাকায় চাকুরি করার সুবাদে বিভিন্ন দুর্নীতিমূলক কর্মকাণ্ড ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে স্ত্রী আসামি শাহ নেওয়াজ কাসেমের নামে ওই সম্পদ গড়েছেন বলে প্রমাণ মিলেছে। আসামিদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা, দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন