পিএনএস ডেস্ক: সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রাজধানীর সায়েন্সল্যাব এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ সম্পর্কে জানা যায়নি।
রোববার (০৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে এ সংঘর্ষ শুরু হয়। যা এখনো থেমে থেমে চলছে।
তবে এখনো দুপক্ষকে ধাওয়া-পাল্টাধাওয়া থেকে নিবৃত করা যায়নি। এ ছাড়া ঠিক কোন ঘটনার জের ধরে সংঘর্ষের সূত্রপাত হয়েছে এ বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য কোনো পক্ষের শিক্ষার্থীদের পক্ষ থেকে পাওয়া যায়নি।
ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় উভয়পক্ষেরই বেশ কয়েকজন শিক্ষার্থীকে আহত হতে দেখা গেছে।
ধানমন্ডি থানার কর্তব্যরত অফিসার সাব্বির হায়দার সাংবাদিকদের বলেন, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
এসএস
সিটি ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র সায়েন্সল্যাব
09-02-2025 04:45PM
![](/static/image/upload/news/2025/02/09/426fe10e868cc5651965c695e291eb68_4.jpg?w=550&h=350)