সিটি-আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৫ জন চিকিৎসা নিচ্ছেন ঢামেকে

  09-02-2025 11:20PM

পিএনএস ডেস্ক: ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পাঁচ শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে সংঘর্ষ শুরু হয়, শেষ হয় সন্ধ্যা ৬টার দিকে। এসময় আহত এসব শিক্ষার্থীকে ঢামেকে আনা হয়।

আহত শিক্ষার্থীরা হলেন- আইডিয়াল কলেজের শিক্ষার্থী রিয়ান (১৯), ইরফান আহমেদ (১৮), আল আমিন (২০), মাহিন আহমেদ ছনু (২২) এবং মো. নাজমুল ইসলাম (২২)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৫ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মাথায় ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন