যৌন নিপীড়ন মোকাবিলায় চালু হচ্ছে হটলাইন

  09-03-2025 05:44PM

পিএনএস ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে কয়েকটি ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় অন্তর্বর্তী সরকার যৌন নিপীড়ন মোকাবিলায় হটলাইন চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

রোববার (৯ মার্চ) যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন তিনি।

পরে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে তিনি বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার পক্ষে থেকে আমি জানাচ্ছি যে, রাস্তা-ঘাটে যে যৌন নিপীড়ন হয়, হয়রানি হয়- এই ব্যাপারে প্রতিকার নিশ্চিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুত একটা আলাদা হটলাইন প্রদান করা হবে।’

আসিফ নজরুল বলেন, ‘সম্ভবত ২৪ ঘণ্টার মধ্যে (নম্বর) জানিয়ে দেওয়া হবে; রাস্তা-ঘাটে যেকোনো ঘটনা ঘটলে হটলাইনে ২৪ ঘণ্টা টাইম থাকবে অভিযোগ দেওয়ার জন্য। এটা তদারিক করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ডেডিকেটেড সেল থাকবে।’

দেশের নাজুক আইনশৃঙ্খলা নিয়ে নাগরিকদের উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে বৃহস্পতিবার (৬ মার্চ) মাগুরায় বোনের বাড়িতে ধর্ষণের শিকার হয় ৮ বছর বয়সী এক শিশু। ওই ঘটনা নিয়ে আলোচনার মধ্যে দেশের বিভিন্ন স্থানে আরো কয়েকটি ধর্ষণ ও নিপীড়নের ঘটনা ঘটে।

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘ধর্ষণের মামলাগুলো তদারকি করার জন্য আইন মন্ত্রণালওয়েরও আলাদা একটা সেল থাকবে, যেখানে অযথা কালক্ষেপণ যেন না করা হয়।’

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন