যোগদান করেই যা বললেন রাজউক চেয়ারম্যান

  09-03-2025 07:44PM

পিএনএস ডেস্ক: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। যোগদান করেই রাজউক চেয়ারম্যান বলেছেন, অনিয়ম পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রোববার (৯ মার্চ) রাজউকের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন তিনি। ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম রাজউকের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ছিদ্দিকুর রহমান সরকারের স্থলাভিষিক্ত হয়েছেন।

রাজউক চেয়ারম্যান হিসেবে যোগদানের আগে তিনি রাজউকের সদস্য (এস্টেট ও ভূমি) এবং সদস্য (পরিকল্পনা) হিসেবে কর্মরত ছিলেন। তার আগে ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম দ্য ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করেছেন।

যোগদানকালে নবনিযুক্ত রাজউক চেয়ারম্যান বলেন, আমি রাজউকে নতুন নই, সদস্য হিসেবে কাজ করেছি। রাজউকের সবাইকে বিধি মোতাবেক সব কার্যক্রম দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে হবে। যেকোনো অনিয়ম সামনে এলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। রাজউকের জনবল সংকট রয়েছে, এ সংকট কাটিয়ে রাজধানীর উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।

এসময় রাজউক সভাকক্ষে রাজউকের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন