ভোরে আকস্মিক থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

  10-03-2025 08:50AM

পিএনএস ডেস্ক: রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আকস্মিক কয়েকটি থানা পরিদর্শন করছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১০ মার্চ) ভোরে তিনি রাজধানীর কয়েকটি থানা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট থানার দায়িত্বরত সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান গণমাধ্যমকে বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা তেজগাঁও, কলাবাগান, শাহবাগ ও নিউমার্কেট থানা (ক্রম অনুযায়ী) পরিদর্শন করেছেন।

এর আগে, ২৬ ফেব্রুয়ারি ভোরে এমনই আকস্মিক থানা পরিদর্শনে বের হন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন