বিএনপি নেতা স্বপন জামিনে কারামুক্ত

  01-03-2024 08:12PM

পিএনএস ডেস্ক: : তিন মাস ২৮ দিন পর জামিনে কারামুক্ত হয়েছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন। শুক্রবার (১ মার্চ) কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।

গত বুধবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে তিন মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তির পথ উন্মুক্ত হয়। এর আগে চারটি মামলায় তিনি জামিন পান। এরমধ্যে দুটি মামলায় হাইকোর্ট ও দুটি মামলায় সিএমএম আদালত থেকে তার জামিন হয়।

গত বছরের ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে পুলিশ ও নেতাকর্মীদের সংঘর্ষের মামলায় ২ নভেম্বর রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পরবর্তীতে প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতার অভিযোগে দায়ের করা রমনা থানার মামলায় ৬ দিনের রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন