পিএনএস ডেস্ক : এভারকেয়ার হাসপাতালে তিনদিন চিকিৎসা নেওয়ার পর বাসায় যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার (২ মার্চ) সন্ধ্যায় ইফতারের পর তিনি হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় যাবেন।
চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খালেদা জিয়াকে আজ ইফতার পর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হবে।
এর আগে গত ৩১ মার্চ মধ্যরাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের সিসিইউতে ভর্তি করানো হয়।
পিএনএস/শাওন
সন্ধ্যায় বাসায় যাবেন খালেদা জিয়া
02-04-2024 05:51PM