নাগরিক ফোরাম দেশ পুনর্গঠনে নিয়োজিত তরুণদের প্লাটফর্ম : আখতার

  16-09-2024 03:35PM



পিএনএস ডেস্ক : জাতীয় নাগরিক কমিটি শিক্ষার্থীদের নয়, বরং এটি তরুণ এবং যুবকদের জন্য প্লাটফর্ম। এই ফোরাম একটি বৈষম্যহীন ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করবে বলে জানিয়েছেন কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মহানগরীর হোটেল তিলোত্তমায় জাতীয় নাগরিক কমিটির সাথে প্রাথমিক আলোচনাসভায় একথা বলেন তিনি।

সভায় রংপুর মহানগর ও জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। তারা নাগরিক কমিটির বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন।

এসময় আখতার হোসেন বলেন, জাতীয় নাগরিক ফোরাম ছাত্রদের কোনো প্লাট ফর্ম নয়, যারা তরুণ, যুবক, যারা কোনো পেশায় আছেন বা নেই- তাদের জন্য এটি। বাংলাদেশ রাষ্ট্রকে পুনর্গঠনের জন্য কাজ করছেন, বা করতে চান। তাদের জন্যই এই প্লাটফর্ম। আমরা কী নিয়ে কাজ করতে চাই তা এরই মধ্যে লিখিতভাবে তা বলে দিয়েছি। সারাদেশের জেলা উপজেলায় এই কমিটি গঠনের মাধ্যমে আমরা লক্ষ্য পূরণে কাজ করবো।

পিএনএস /আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন