বিএনপির তিন সংগঠনের নতুন কর্মসূচি

  10-10-2024 01:54PM

পিএনএস ডেস্ক : সারা দেশে নতুন করে যৌথভাবে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির তিনটি অঙ্গ ও সহযোগী সংগঠন।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে দেশব্যাপী নিম্নোক্তভাবে জেলা ও মহানগর-ভিত্তিক সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ কর্মীসভা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বুধবার (৯ অক্টোবর) এক যৌথ সভায় যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কর্মসূচি ঘোষণা করেন।

স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কর্মসূচি হচ্ছে- ১৪ ও অক্টোবর যৌথ কর্মীসভা গণসংযোগ খুলনা মহানগর ও জেলা রংপুর মহানগর ও জেলা, কুমিল্লা মহানগর ও উত্তর জেলা।

১৬ ও ১৭ অক্টোবর যৌথ কর্মীসভা গণসংযোগ বাগেরহাট, লালমনিরহাট ও কুমিল্লা দক্ষিণ জেলা।

১৮ ও ১৯ অক্টোবর যৌথ কর্মীসভা গণসংযোগ সাতক্ষীরা,কুড়িগ্রাম ও ব্রাহ্মনবাড়িয়া জেলা।

২০ ও ২১ অক্টোবর যৌথ কর্মীসভা গণসংযোগ যশোর, নীলফামারী ও সৈয়দপুর জেলা, চাঁদপুর জেলা।

২৪ ও ২৫ অক্টোবর যৌথ কর্মীসভা গণসংযোগ ভোলা, লক্ষ্মীপুর ও পটুয়াখালী জেলা।

২৯ ও ৩০ অক্টোবর যৌথ কর্মীসভা গণসংযোগ মাগুরা, ঠাকুরগাও, রাজশাহী মহানগর ও জেলা।

৩১ অক্টোবর ও ১ যৌথ কর্মীসভা গণসংযোগ ঝিনাইদহ, পঞ্চগড় ও চাঁপাইনবাবগঞ্জ জেলা।

২ ও ৩ নভেম্বর যৌথ কর্মীসভা গণসংযোগ চুয়াডাঙ্গা, দিনাজপুর ও নওগাঁ জেলা। ৪ ও ৫ নভেম্বর যৌথ কর্মীসভা গণসংযোগ কুষ্টিয়া, গাইবান্ধা ও জয়পুরহাট জেলা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন