জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে ’৯০ এর অভ্যুত্থানের তুলনা ফখরুলের

  06-11-2024 08:07PM

পিএনএস ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সঙ্গে তুলনা করেছেন ’৯০ এর ‘অভ্যুত্থানের’।

বুধবার (৬ নভেম্বর) রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ৭ নভেম্বর ‘ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে এই তুলনা করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ’৯০ এ ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসেছিলেন। ২৪ এ আরেকটি ছাত্র-জনতার অভ্যুত্থানে আবার মুক্ত দেশ পেয়েছি।

তিনি বলেন, ৭ নভেম্বর দেশ নতুন স্বত্বা পেয়েছিল, জাতি অস্তিত্ব ফিরে পেয়েছিল। বহুদলীয় রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন জিয়াউর রহমান। অর্থনীতির অবকাঠামো তৈরি, উন্নয়নের ভিত্তি, বৈদেশিক বাজার তৈরি করেছিলেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ড. ইউনূসের সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রয়োজনীয় সংস্কার করতে। তিনি অতিদ্রুত সেই সংস্কারগুলো করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিবেন এবং জনগণের শাসন প্রতিষ্ঠা করবেন বলে আমাদের প্রত্যাশা।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন