পিএনএস ডেস্ক: বাংলাদেশি নাগরিকদের লিবিয়ায় বৈধভাবে গমন এবং বর্তমানে কর্মরত কর্মীদের আকামা প্রাপ্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন দেশটির পাসপোর্ট, ইমিগ্রেশন এবং ফরেনার্স অ্যাফেয়ার্স অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল ইউসুফ আবদুল্লাহ মুরাদ।
স্থানীয় সময় বুধবার (১৮ ডিসেম্বর) লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার লিবিয়ান পাসপোর্ট, ইমিগ্রেশন এবং ফরেনার্স অ্যাফেয়ার্স অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেন। এ সময় মহাপরিচালক এ তথ্য জানান।
ত্রিপোলির বাংলাদেশ মিশন জানায়, বৈঠকে রাষ্ট্রদূত লিবিয়ায় বসবাসরত বাংলাদেশিদের ভিসা (আকামা) ও বহির্গমন ভিসা (খুরুজ নিহায়ী) সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে তিনি লিবিয়া থেকে ট্রাভেল পারমিট বা নতুন পাসপোর্ট নিয়ে দেশে প্রত্যাবর্তনের জন্য বহির্গমন ভিসা (খুরুজ নিহায়ী) অর্জনের প্রক্রিয়া সহজীকরণের জন্য মহাপরিচালককে অনুরোধ জানান।
এ ছাড়া, আইওএম-এর তত্ত্বাবধানে প্রত্যাবাসনের জন্য বাংলাদেশি অভিবাসীদের বহির্গমন অনুমতি দ্রুত সময়ের মধ্যে সম্পন্নের জন্য রাষ্ট্রদূত অনুরোধ করেন।
মহাপরিচালক বাংলাদেশি নাগরিকদের লিবিয়ায় বৈধভাবে আগমন এবং বর্তমানে কর্মরত কর্মীদের আকামা প্রাপ্তিতে কোনও বাধা নেই বলে জানান।
বৈঠকে লিবিয়ায় বাংলাদেশিদের অপহরণ রোধ, নিরাপত্তা জোরদার এবং বৈধ কর্মীদের কাজের নিশ্চয়তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া, উভয়পক্ষ লিবিয়ায় অবৈধ অভিবাসন প্রতিরোধ, বৈধ অভিবাসন প্রক্রিয়া সহজীকরণ এবং বাংলাদেশি নাগরিকদের সার্বিক কল্যাণ নিশ্চিতসহ বিভিন্ন জটিলতা নিরসনে একসঙ্গে কাজ করতে সম্মত হয়।
এসএস
লিবিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশীদের আকামা প্রাপ্তিতে বাধা নেই
19-12-2024 05:31PM