পিএনএস ডেস্ক: ভারতের হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা টু : দ্য রুল’-এর প্রিমিয়ারে ভিড়ের চাপে মৃত্যু হয় এক নারীর। এ ঘটনায় গত শুক্রবার গ্রেপ্তার করা হয় দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে। এর একদিন পর অন্তর্বর্তী জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হন তিনি।
কিন্তু জামিন পাওয়া সত্ত্বেও আরও এক বিপদের সম্মুখীন হতে পারেন আল্লু অর্জুন। কারণ সেই প্রিমিয়ারে ভিড়ের চাপে গুরতর আহত হন আট বছরের শিশু তেজা। শোনা যাচ্ছে, এখন সেই শিশুটির অবস্থা আশঙ্কাজনক, লড়ছে মৃত্যুর সঙ্গে। আর এসব কিছুর জন্য আল্লু অর্জুনের দিকেই আঙুল তুলছে প্রশাসন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আশঙ্কাজনক সেই শিশু তেজাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। মিনিমাল অক্সিজেন এবং প্রেসার সাপোর্ট দেওয়া হচ্ছে।
এদিকে গত মঙ্গলবার সেই শিশুকে দেখতে হাসপাতালে যান হায়দরাবাদ সিটির পুলিশ কমিশনার সি.ভি. আনন্দ। সঙ্গে গিয়েছিলেন তেলঙ্গনা সরকারের স্বাস্থ্যসচিব ডা.ক্রিস্টিনা। এরপর তেজার এমন ঘটনা শুনে শোকপ্রকাশ করেন আল্লু অর্জুনও।
এক পোস্টে আল্লু লেখেন, ‘সন্ধ্যা থিয়েটারের মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। আমি তাদের আশ্বস্ত করতে চাই যে, তারা এই সময় একা নন। আমি ব্যক্তিগতভাবে তার পরিবারের সঙ্গে দেখা করব।’
অপরদিকে আল্লু অর্জুনের দিকে আঙুল তুলে প্রশাসন জানিয়েছে, থিয়েটারে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকলেও নায়কের আচরণের কারণেই এই দুর্ঘটনা ঘটে। তার দলকে জনসমাগমের বিষয়ে সতর্ক করা হলেও তারা সঠিকভাবে কাজ করেনি এবং অভিনেতা দুই ঘণ্টারও বেশি সময় থিয়েটারের ভেতরে ছিলেন।
এসএস
এখনও বিপদে কাটেনি আল্লু অর্জুনের
19-12-2024 05:15PM