ইউক্রেন ইস্যুতে ন্যাটোর পরিকল্পনা ফাঁস করল পেন্টাগন

  08-01-2025 08:59PM

পিএনএস ডেস্ক: ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া নিয়ে ন্যাটোর পরিকল্পনা ফাঁস করে দিল মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর-পেন্টাগন। ফাঁস হওয়া ওই পরিকল্পনায় ২০২৭ সাল পর্যন্ত ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।

পেন্টাগন জানিয়েছে, পশ্চিমা দেশগুলো ইউক্রেনের সামরিক চাহিদাগুলো বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করবে এবং প্রতিটি ক্ষেত্রে সরবরাহ নিশ্চিত করতে নির্দিষ্ট ন্যাটোভুক্ত দেশ দায়িত্ব দেবে।

বুধবার রুশ সংবাদ সংস্থা তাস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, পেন্টাগনের এক উচ্চপদস্থ প্রতিনিধি জানিয়েছেন, ইউক্রেন ডিফেন্স কন্টাক্ট গ্রুপের অধীনে ৮টি ‘সক্ষমতা জোট’ তৈরি করা হয়েছে। এই জোটগুলো ইউক্রেনকে অস্ত্র সরবরাহ ও সামরিক চাহিদা পূরণের জন্য কাজ করবে।

তিনি বলেছেন, ‘প্রত্যেকটা জোট ইউক্রেনের সামরিক ক্ষমতার এক একটি দিকের প্রতিনিধিত্ব করবে এবং অন্তত দুটি পৃথক ন্যাটো দেশ যৌথভাবে এগুলো পরিচালনা করবে’।

পরিকল্পনার মূল দিকগুলো-
এই জোটগুলোর নেতারা ২০২৭ সাল পর্যন্ত ইউক্রেনের সামরিক প্রয়োজন ও লক্ষ্যের রোডম্যাপ তৈরি করবেন। এর মধ্যে থাকবে- বিমান বাহিনী, সাঁজোয়া যান, আর্টিলারি, ডি-মাইনিং, ড্রোন, একীভূত বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, তথ্যপ্রযুক্তি এবং সামুদ্রিক নিরাপত্তা সহায়তা।

রামস্টেইনে বৈঠক
এদিকে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিতে ইউক্রেন ডিফেন্স কন্টাক্ট গ্রুপের ২৫তম বৈঠক অনুষ্ঠিত হবে। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এ বৈঠকে অংশ নেবেন।

পশ্চিমা দেশগুলোর এই সমন্বিত পরিকল্পনা ইউক্রেনের দীর্ঘমেয়াদী সামরিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন