পিএনএস ডেস্ক: বিভক্তির রাজনীতি না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ‘রাজবন্দীর জবানবন্দি’ বইয়ের মোড়ক উম্মোচনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, হাসিনা পালানোর পর থেকে আমরা কেন জানি নিজেদের মধ্যে বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না। ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। কি দুর্ভাগ্য যে এখন যেটা শুরু হয়েছে এটা এতটুকু সুস্থ ব্যাপার না। অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য। ক্ষমতায় তো টিকে থাকতে পারবে তখনই যখন তুমি একটা স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে।
পিএনএস/আনোয়ার
বিভক্তির রাজনীতি না করার আহ্বান মির্জা ফখরুলের
09-01-2025 02:38PM