পিএনএস ডেস্ক : এরিক টেন হ্যাগের অভিধানে হয়তো জয় কিংবা হারের বাইরে আর কোনো শব্দই নেই। চলতি প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে মাত্র ২টি ম্যাচ কম জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অথচ পয়েন্ট তালিকায় ১০ পয়েন্ট পিছিয়ে পড়েছে রেড ডেভিলরা। ১৬ ম্যাচ খেলে ৯টিতে জিতলেও বাকি ৭ ম্যাচেই হেরেছে তারা। শীর্ষ দশে তাদের চেয়ে বেশি ম্যাচে হারেনি আর কোনো দলই। বোর্নমাউথের বিপক্ষেও এদিন হারের মুখ দেখেছে রেড ডেভিলরা।
শনিবার (৯ ডিসেম্বর) ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে বোর্নমাউথের বিপক্ষে ৩-০ গোলে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বোর্নমাউথের পক্ষে ডমিনিক সোলাঙ্কি, ফিলিপ বিলিং ও মার্কাস সেনসি একটি করে গোল করেন।
ঘরের মাঠে বলের দখলে অনেকটা এগিয়ে থেকেও লাভ হয়নি ইউনাইটেডের। দারুণ প্রতিআক্রমণে বেশি কার্যকরি সুযোগ আদায় করে নিয়েছে সফরকারী বোর্নমাউথই। ইউনাইটেডের ৩টি অন টার্গেট শটের বিপরীতে ৪টি শট টার্গেটে রেখেছে বোর্নমাউথ।
এই হারে ১৬ ম্যাচ শেষে ২৭ পয়েন্ট নিয়ে লিগে ষষ্ঠ স্থানে আছে ইউনাইটেড। ১৯ পয়েন্ট নিয়ে ত্রয়োদশ স্থানে বোর্নমাউথ।
পিএনএস/শাওন
ঘরের মাঠে বোর্নমাউথের কাছে লজ্জার হার ইউনাইটেডের
10-12-2023 02:34AM